সৌজন্যে: আলী আহসান কিবরিয়া অনু
সিটির পার্কিং আইন অনুযায়ী যেখানে নো–স্টপিং সাইন আছে সেখানে গাড়ি থামানো সম্পূর্ণ নিষেধ। এমন কি যাত্রী নামানো ও উঠানোও বেআইনী। এ আইন ভঙ্গ করলে আপনাকে টিকেট দেয়া হতে পারে।
তবে যেখানে নো–স্টান্ডিং বা নো–পার্কিং– সাইন আছে সেখানে আপনি শুধুমাত্র প্যাসেঞ্জার নামানো ওঠানোর কাজটি করতে পারবেন, কিন্তু অপেক্ষা করা ব্আেইনী। এখানে অপেক্ষারত অবস্থায় আপনি টিকেট পেতে পারেন। অবশ্য নো–পার্কিং–এ কিছুটা অপেক্ষা করা যেতে পারে।
সিটির পার্কিং নিয়ম অনুযায়ী সকল স্থানেই প্যাসেঞ্জার কারের ডাবল পার্কিং বেআইনী। আপনি যে কারণেই ডাবল পার্কিং করেন না কেন– আপনাকে টিকেট দিলে জরিমানা প্রদান করতে হবে। সেই সাথে ফায়ার হাইড্রান্টের ১৫ ফুটের মধ্যে পার্কিং করা বেআইনী। কিন্তু সেখানে আপনি অপেক্ষা করতে পারেন।
সিটির অল্টারনেটিভ পার্কিং– আইন সাধারণ তালিকাভুক্ত দিনগুলি ছাড়াও বছরের বিভিন্ন সময় ঘোষণা দিয়ে সাসপেন্ড করা হয়। বিশেষ করে, দূর্যোাগপূর্ণ আবহাওয়া ও ¯েœা–এর কারণে।
যে সব দিবসে ছুটি উপলক্ষে ২০১৭ সালে সিটির অল্টারনেটিভ পার্কিং– বিধি কার্যকরী হবে না সে সব দিনগুলো হচ্ছে:
১ ও ২ জানুয়ারী– নিউইয়ারর্স হলিডে; ১৬ জানুয়ারী সোমবার– মার্টিন লুথার কিং জুনিয়রের বার্থ ডে; ২৮ জানুয়ারী সোমবার –এশিয়ান লুনার ডে; ১৩ ফ্রেব্রয়ারী –সোমবার লিংকন বার্থ ডে; ২০ ফেব্রুয়ারী সোমবার– প্রেসিডেন্ট ডে; ১ মার্চ বুধবার –অ্যাশ উইনেসডে; ১২ মার্চ রবিবার–পুরিম; ১১ ও ১২ এপ্রিল, মঙ্গল ও বুধবার–পাসওভার; ১৩ এপ্রিল বৃহস্পতিবার –হলি থার্ষ্টডে; ১৪ এপ্রিল শুক্রবার– গুড ফ্রাইডে; ১৭ ও ১৮ এপ্রিল সোম ও মঙ্গলবার– পাসওভার; ২৫ মে বৃহস্পতিবার –সোলেমনিটি অব দ্যা অ্যাসেনশন; ২৯ মে সোমবার– মেমোরিয়াল ডে; ৩১ মে ও ১ জুন –স্যাভট; ২৫, ২৬ ও ২৭ জুন, রবি, সোম ও মঙ্গলবার– ঈদুল ফিতর; ৪ জুলাই মঙ্গলবার– ইন্ডিপেন্ডেট ডে; ১৫ আগস্ট মঙ্গলবার– ফিস্ট অব অ্যাসাস্পশন; ১, ২ ও ৩ সেপ্টেম্বর শুক্র, শনি ও রবিবার –ঈদুল আযহা; ৪ সেপ্টেম্বর– লেবার ডে; ২১ ও ২২ সেপ্টেম্বর– রোশ হাসনাহ; ৩০ সেপ্টেম্বর– ওহম কিপুর, ৫ ও ৬ অক্টোবর বৃহস্পতি ও শুক্রবার– সুকথ; ৯ অক্টোবর –কলম্বাস ডে; ১২ অক্টোবর– শেমিনি অ্যাথজার্থ; ১৩ অক্টোবর– সিমচাস তোহাহ; ১৯ অক্টোবর –দেওয়ালী; ১ নভেম্বর –অল সেইন্টস ডে, ৭ নভেম্বর মঙ্গলবার– ইলেকশন ডে; ১০ নভেম্বর– ভ্যাটারানস ডে; ২৩ নভেম্বর –থ্যাংক্সচিভিং ডে; ৮ ডিসেম্বর –ইমাকিউলেট কনসেপশন এবং ২৫ ডিসেম্বর সোমবার –ক্রিস্টমাস ডে।